যোগাযোগ:
যোগাযোগ ব্যবস্থাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৪০ কিঃমিঃ দূরত্ব। জেলা সদর থেকে ট্রেন, বাস ও সিএনজি যোগে আসা যায়। তাছাড়া প্রতিটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগের জন্য পাকা রাসত্মা আছে। কসবা রেল স্টেশনে লোকাল ট্রেন ছাড়াও চট্টলা, পাহাড়িকা ও উপকূল আমত্মনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আছে।
রাস্তাঘাট :
১। কাঁচা রাস্তার পরিমান : ২২৫ কিঃমিটার
২। আধা পাকা রাস্তার পরিমান : ৫৫ কিঃমিটার
৩। পাকা রাস্তার পরিমান : ১০৫ কিঃমিটার
৪। ব্রীজের সংখ্যা : ১৫৮টি
৫। কার্লভাটের সংখ্যা : ১৭৪টি
৬। রেল লাইনের দৈর্ঘ্য : ১৮কিঃমিটার
৭। রেল স্টেশনের সংখ্যা : ৩টি(মন্দভাগ,কসবা, ইমামবাড়ী)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS