কসবা যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। বর্তমানে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কসবার পাশ দিয়ে গেছে। রাজধানী ঢাকা থেকে কসবার দূরত্ব ৯৭ কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায়। তবে রেলপথে ঢাকা থেকে কসবা যেতে মোট ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৪০ কিঃমিঃ দূরত্ব। জেলা সদর থেকে ট্রেন, বাস ও সিএনজি যোগে আসা যায়। তাছাড়া প্রতিটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগের জন্য পাকা রাস্তা আছে। কসবা রেল স্টেশনে লোকাল ট্রেন ছাড়াও চট্টলা, পাহাড়িকা ও উপকূল আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আছে।
স্থানীয় প্রশাসন, এলজিইডি ও পৌরসভা সকল রাস্তা তদারকি করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস